• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৬:২১ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৬:২১ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে হামলা, আহত ৩

১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫২:৪৪

বীরগঞ্জে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে হামলা, আহত ৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে থানায় অভিযোগ দিয়ে বাসায় ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৩ জন আহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২টার দিকে উপজেলার জোসনা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবু সুফিয়ান হাসান (২৪), শারমিন আক্তার (২১) ও সুফিয়া খাতুন (৪০)। তারা বীরগঞ্জে উপজেলার শতগ্রাম ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে জমি বন্ধক হিসেবে চাষাবাদ ও ভোগদখল করছিল তারা। গত শনিবার সকাল ৯টায় ধান রোপণের জন্য জমিতে স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার সময় বন্ধকী সম্পতি ফিরিয়ে দেওয়ার হুমকি-দেয় ও সেচ দিতে বাধা প্রদান করে। তার প্রতিবাদ করতে গেলে সুফিয়ান হাসান, তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার ও মা সুফিয়া খাতুনকে প্রতিপক্ষের লোকজন মারধর করে।

প্রতিপক্ষের সোহাগ ইসলাম বলেন, আমাদের দাদার আমলের নলকূপ থেকে পানি উঠিয়ে ক্ষেত চাষাবাদ করা হতো। কিন্তু সেই নলকূপ নষ্ট হওয়াতে নতুন করে নলকূপ তৈরি করা হয়েছে। আর নলকূপটি তৈরি করতে ৭ হাজার টাকা খরচ হয়েছে। সেই নলকূপের টাকা না দিয়ে স্যালো মেশিন দিয়ে পানি দিতে বাধা দিলে সংঘর্ষ হয়।

এদিকে, ভুক্তভোগী আবু সুফিয়ান হাসান, তার স্ত্রী শারমিন আক্তার ও তার মা সুফিয়া খাতুন এ বিষয়ে থনায় অভিযোগ দিয়ে বাসায় ফেরার পথে তাদের উপর ১০ থেকে ১৫ জন হামলা করে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ