• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩৫:১১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে দখলবাজ ‘চাচা বাহিনী’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:১৭:১০

নীলফামারীতে দখলবাজ ‘চাচা বাহিনী’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুরে জমির দখলবাজ ‘চাচা বাহিনীর’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। 

১১ ফেব্রুয়ারি রোববার নীলফামারী সদরের বড় বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের মরহুম গোলাম আজম বিটুর মেয়ে তাবাচ্ছুম আজম অন্তি।

তিনি বলেন, ২০১১ সালের ৬ এপ্রিল আমার বাবা অস্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন। সে সময় আমার বয়স ছিল ১৩ বছর এবং আমার ছোট ভাই তাজমিউল আজম অর্পির বয়স ছিল ৭ বছর।  ওই সময় আমরা নাবালক ছিলাম। আর এ সুযোগ কাজে লাগিয়ে তারা আমার বাবার মৃত্যুকে স্বাভাবিক দেখিয়ে তার ক্রয় করা প্রায় ১০৬ শতক জমি দোকানসহ রাতারাতি দখল করে নেয়। পরে স্থানীয় সালিশে বাবার ক্রয় করা জমি বুঝে নিতে গেলে তারা হুমকি-ধমকি দেয়। সাথে আমাদের প্রাণনাশের ভয় দেখায়।

সংবাদ সম্মেলনে তারা আরও জানায়, দখলবাজরা যে কোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই তাদের ভয়ে আমরা বাড়ি ঘর ছেড়ে নানার বাড়ি রংপুরে চলে যাই। আমার বাবার ক্রয়কৃত হোটেল আমার চাচা এনামুল হক রাজু ও তার সহধর্মিনী হাছনা হেনা চৌধুরী দখলে নেয়। সে সময় তার বাবার বাড়ি সৈয়দপুর উপজেলার পোড়ার হাট এলাকা থেকে কতিপয় দাঙ্গাবাজ লোক এনে আমাদের উপর  হামলা করে।

দীর্ঘদিন পর আমরা দুই ভাই বোন বর্তমানে সাবালক হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আত্মীয় স্বজনদের সহযোগিতায় হোটেলটি নিজ দখলে নেই। কিন্তু আমার চাচা এনামুল হক রাজু, প্রভাষক গোলাম আজিজ মিঠু ও ওয়াদুদ ইসলাম জোর  করে আমাদের হোটেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। জনসম্মূখে বলে বেড়াচ্ছে আমরা হোটেল খুললে তারা আমাদের উপর হামলা চালাবে।

বর্তমানে আমরা ‘চাচা বাহিনীর’ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। তাদের হাত থেকে জমিসহ দোকান উদ্ধারের জন্য প্রশাসনের সহযেগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ