• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:১৮:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:১৮:৫৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

মোংলায় সন্ত্রাসী হামলায় ২ শিক্ষার্থী আহত

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের মোংলার কিশোরের উপর সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। আহতদের একজন বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।১২ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের সিকি সোনাইলতলার ২০০ মিটার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।আহত কিশোররা হলেন ইয়ামিন ফকির (১৭) ও শাহিন ফকির (১৬)।স্থানীয়রা বলেন, ব্রিজের রেলিংয়ে বসে ছিলেন এ সময় কয়েকজন তাদের স্থান ত্যাগ করতে বলেন। তারা না সরলে এক পর্যায়ে বাকবিতণ্ডা ও পরে সংঘবদ্ধ হামলা চালানো হয়।মোংলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।