• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৪:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৪:০৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩৬:১৬

মেহেরপুরে ভুয়া ডাক্তারের চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বড় ভাইয়ের ডাক্তারি সনদে ছোট ভাইয়ের দেয়া চিকিৎসায় ২ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার সুমন আলীকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত সুজন আলী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল আল মারুফ।

কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডাক্তার শরিফুল ইসলাম নিজ গ্রাম উপজেলার মহাম্মদপুরে ফার্মেসি ও চেম্বার খুলেছেন। সেখানে নবজাতকসহ বিভিন্ন ধরনের শিশু রোগী দেখেন তিনি। এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত।

ডাক্তার শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী  রোগী দেখেন। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের মনিরুল ইসলামের ২ দিনের নবজাতককে চিকিৎসা দেন সুজন আলী। এন্টিবায়োটিকসহ দিয়েছেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে নবজাতক। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩