• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরের গাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত গার্মেন্টস শ্রমিক

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:২২:৩৫

গাজীপুরের গাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত গার্মেন্টস শ্রমিক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ (২৩) নামের এক গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহত জাহিদ গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এলাকার জনৈক দীন মোহাম্মদের বাড়ির ভাড়াটিয়া। মো. জাহিদ (২৩) এসএস সোয়েটার ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কাজ করেন। জাহিদ অফিস থেকে লাঞ্চে বাসায় এসে কাপড় শুকানোর জন্য ছাদে উঠলে বিল্ডিংয়ের ছাদে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে কাপড় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে যায়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে দীন মোহাম্মদের বাড়িতে। এমন এর আগে বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপরেও দীন মোহাম্মদ বৈদ্যুতি তার সংলগ্ন ওই বাড়ির লোহার সিঁড়ি সরাননি।

এ ব্যাপারে গাছা জোনের পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম রেজা ফরাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়ে ছিলাম। বাড়ির মালিক এমনিতেই ক্ষতিগ্রস্ত। বিষয়টির মানবিক বিবেচনা করে আইনি ব্যবস্থা নেয়া ঠিক হবে না। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাব। বাড়ির ছাদে ওঠার লোহার সিঁড়িটা স্থায়ীভাবে বন্ধ করবো এবং পরিবেশ পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে। পূর্বে এমন ঘটনা আরও ঘটেছে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা-আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনা শোনার পর ঘটনাস্থলে একজন অফিসার পাঠিয়েছি, বিদ্যুৎ লাইন বন্ধ করে আহত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮