• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৪১:৫৪ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৪১:৫৪ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে অতিরিক্ত খাদ্যপণ্য মজুদ রাখায় ব্যবসায়ীর অর্থদণ্ড

৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৬:৪৭

নবাবগঞ্জে অতিরিক্ত খাদ্যপণ্য মজুদ রাখায় ব্যবসায়ীর অর্থদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ সরবরাহ, মজুদ, বিপণনের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জের কলাকোপা বাজারে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম৷

অভিযানকালে অবৈধভাবে অতিরিক্ত খাদ্যপণ্য মজুদ রাখার অপরাধে কলাকোপা বাজারে লিপি জেনারেল স্টোর মালিক বিপদ ভঞ্জন সাহাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়৷

এসময় বাজার ঘুরে খাদ্যদ্রব্যের মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং নিয়মের বাইরে অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া খাদ্যশস্য চাল ও আটা পাইকারী বিক্রেতাদের খাদ্য অধিদফতরের ফুড গ্রেইন লাইসেন্স গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়৷

একইদিন বিকেলে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিনে পণ্য মোড়কীকরণ করায় এক মুদি ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়৷ব্যবসায়ীদের পণ্য সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহারে নির্দেশনা দেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য গুদামে মজুদ করেছে এমন তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার সত্যতা মিললে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, শুধু এই ব্যবসায়ীকে নয়, আশপাশে বিভিন্ন পাইকারী ব্যবসায়ীদেরও সর্তক করা হয়েছে। তারা যেন কোনভাবেই দ্রব্যমূল্য গুদামে অতিরিক্ত মজুদ করে দাম বাড়িয়ে সিন্ডিকেট না করেন৷ কেউ বাজারমূল্য ঊর্ধ্বগতি করতে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

উল্লেখ্য যে, নবাবগঞ্জের কলাকোপা বাজার ছাড়াও আগলা, বান্দুরা পাড়াগ্রামসহ বেশকিছু বাজার রয়েছে যেখানে অতিরিক্ত পণ্য মজুদ করে বিভিন্ন সময়ে সিন্ডিকেট করে থাকে ব্যবসায়ীরা৷এসব বাজারেও প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪