• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৭:২৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

সেনবাগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে অব্যাহতি

৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৭:৩৭

সেনবাগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে অব্যাহতি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলমসহ ৪ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের এ অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া বাকি ৩ নেতা হলেন, ছাতারপাইয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি আবদুল আহাদ, ৫নং অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব উল্লাহ ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল হাসান।

৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বেগমগঞ্জের চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে এক বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম এমপি ওই অব্যাহতির কথা জানান।

বর্ধিত এ সভাটির আয়োজন করে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ।  অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমপি মোরশেদ আলম বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের নানান দিক নির্দেশনাসহ অব্যাহতির বিষয়টি ঘোষণা করেন।  

এরআগে আরেক সভায় বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলম সভাপতিত্ব করেন। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম জাকারিয়া আল মামুন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

উপজেলা আওয়ামী লীগের ওই বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, এবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, সহ- সভাপতি বাহার উল্যাহ বাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মো. গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান পাটোয়ারী, পৌরসভার মেয়র আবু নাসের ভিপি দুলাল, সামছু উদ্দিন রিয়াদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

এ ব্যাপারে যোগাযোগ করলে লায়ন জাহাঙ্গীর আলম মানিক জানান, সভাপতি একক সিন্ধান্তে অব্যাহতি দিতে পারেন না। তিনি দলের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ওই হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিষযটি দলের সভাপতি ও সম্পাদকসহ জেলার নেতাদরকে জানিয়ে পরবর্তী সিন্ধান্ত নিবেন বলে জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ