• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১০:০৮ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:১০:০৮ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধভাবে ধান-চাল মজুদ করায় বীরগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০৭:০২

অবৈধভাবে ধান-চাল মজুদ করায় বীরগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে ধান-চাল মজুদ করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০  হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও   নির্বাহী  ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস।

এ সময়ে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার তদন্ত (ওসি) মইনুল ইসলাম, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা  এলএসডি গোডাউনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহামুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাসে নেতৃত্বে সুজালপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাজির মিল, গাওসিয়া হাবিবিয়া হাস্কিং মিল, নানু ট্রেডার্স ও মোমেনা ট্রেডিংকে ১০ হাজার টাকা করে মোট ৪০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান,  বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধান-চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সিন্ডিকেট করে যারা চালের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ