• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৯:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৯:২৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে নকল পণ্য উৎপাদনের দায়ে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৮:২৯

কেরানীগঞ্জে নকল পণ্য উৎপাদনের দায়ে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে ১১টি অনুমোদনহীন নকল পণ্য উৎপাদন মজুদ ও বিপণন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ উপ-পরিচালক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় বিএসটিআই-এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে র‍্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট তৈরি কারখানায় অভিযান চালায়।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরীর জন্য জননী স্টেশনারি প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লক্ষ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে ২ লক্ষ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ৫ লক্ষ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে ৪ লক্ষ টাকা, বিআরপি ক্যাবলসকে ২ লক্ষ টাকা, দোলা ক্যাবলসকে ২ লক্ষ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও প্রায় দুই লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার ধ্বংস করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক দল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ