• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৫:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৫:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

৩০ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৪:০৬

নৌআইন লঙ্ঘন করায় পদ্মায় ৪ স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পদ্মা নদীতে ধাওয়া পাড়া-টু-নাজিরগঞ্জ ফেরিঘাটে নৌআইন লঙ্ঘনের দায়ে চারটি স্পিডবোট ও চালকের বিরুদ্ধে জরিমানা ও মামলা করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বহন ও নৌআইন ভঙ্গের কারণে চারটি স্পিডবোটসহ চারজন চালককে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা দায়ের করা হয়েছে।

এরা হলো, পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়ষীপুর গ্রামের মৃত হোসেন আলি ফকিরের ছেলে মো. বরকত আলী ফকির (৫৮), রাজবাড়ী সদর থানার জৌকুরা ধাওয়া পাড়া গ্রামের মৃত ইউসুফ আলি মন্ডলের ছেলে মালেক মন্ডল (৩৮), পাবনা জেলার সুজানগর থানার বরনাপুর গ্রামের মো. বরকত আলি ফকিরের ছেলে মো. শামছুর রহমান (৩০) এবং পাবনা জেলার সুজানগর থানার নাজিরগঞ্জের বড়খাঁপুর গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে শাহিনুর রহনান শাহিন (৩৯)।

এ বিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই ও লাইফ জ্যাকেট পরিধান না করার অপরাধে  নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা অভিযান চালিয়ে ৪টি স্পিডবোট ও ৪ জন চালককে আটক করে মেরিন আইনে জরিমানা ও মামলা করেছে। নৌপথে চলাচলকারী নৌআইন ভঙ্গকারী প্রতিটি নৌযান ও চালকদের বিরুদ্ধে নৌপুলিশের এ অভিযান  অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩