• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪১:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪১:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনায় ফারিয়া লারা ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪৪:৪০

বামনায় ফারিয়া লারা ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বামনা (বরগুনা) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বরগুনা জেলার বামনা উপজেলার 'ফারিয়া লারা ফাউন্ডেশনের' বৃত্তি পরীক্ষা-২০২৩।

বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ’ ২২ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ফারিয়া লারা ফাউন্ডেশনের আজীবন সদস্য, বৃত্তি পরীক্ষার আহবায়ক ও ডৌয়াতলা কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, পরীক্ষার সদস্য সচিব প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার প্রমুখ।

বৃত্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ফাউন্ডেশনের আজীবন সদস্য ও পরীক্ষার আহবায়ক মো. সফিকুল ইসলাম বলেন, 'প্রয়াত ফারিয়া লারার স্মরণে এই ফারিয়া লারা ফাউন্ডেশন। বর্ষপরিক্রমায় ফারিয়া লারা ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি, কৃষিজাত দ্রব্য উৎপাদনে প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিংসহ মানব উন্নয়ন প্রকল্পের মতো অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে আসছে।

২০০৩ সাল থেকে এ মেধা বৃত্তি পরীক্ষা কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় ফারিয়া লারা ফাউন্ডেশন নামক সংগঠনটি প্রতিবছর প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

উল্লেখ্য, দেশের প্রথম নারী পাইলট প্রশিক্ষক ছিলেন ফারিয়া লারা। বিমান কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও কথাসাহিত্যিক, বাংলা একাডেমির বর্তমান সভাপতি ড. সেলিনা হোসেনের কন্যা ফারিয়া লারা। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩