• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:১০:১৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:১০:১৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বতন্ত্র প্রার্থী সোমনাথের পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণ!

২৪ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৩২:২৫

স্বতন্ত্র প্রার্থী সোমনাথের পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণ!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। তার পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘনের এমন সব গুরুতর ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। কিন্তু ময়মনসিংহ-৩ আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। মনোনয়নবঞ্চিত সোমনাথ বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন। তিনি লড়ছেন ট্রাক মার্কা নিয়ে।

সোমনাথের পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন। অর্থ বিতরণের ছবি তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই প্রথম আপলোড করা হয়েছে। ছবির সঙ্গে দেলোয়ার লিখেছেন, ‘গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জননেতা সোমনাথ সাহা দাদার পক্ষে মতবিনিময় করি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করি।’

দেলোয়ারের পোস্টে অন্তত দুইটি ছবি দেয়া হয়েছে, যেখানে অর্থ বিতরণের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে অর্থ বিতরণের মতো আচরণবিধি লঙ্ঘনের গুরুতর ঘটনা সামনে এসে পড়ায় এখন দায় নিতে চাচ্ছেন না সোমনাথ। তিনি বলেন, ‘আমার পক্ষে কেউ অর্থ বিতরণ করলে, সেখানে আমার কী করার আছে! আমাকে ক্ষতি করার জন্যও তো করতে পারে।’

দেলোয়ার হোসেন বলেন, ‘আমি সোমনাথ দাদার হয়ে অনেক আগে থেকেই কাজ করি এবং এবারের ভোটে আমি দাদার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি।’ সোমনাথের সমর্থন নিয়ে একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে নিজের পরাজিত হওয়ার কথাও জানান দেলোয়ার। তবে অর্থ বিতরণকে আচরণবিধি লঙ্ঘন বলে মানতে চান না তিনি। দেলোয়ার বলেন, ‘আমি বিভিন্ন মানুষকে অনুদান দেই, এবারও দিয়েছি।’

এই দেলোয়ারের ফেইসবুকেই পোস্ট করা হয়েছে অসংখ্য মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ার ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্ধ্যার পর গ্রামের একটি রাস্তা দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে ‘ট্রাক’ স্লোগান দিতে দিতে যাচ্ছেন সোমনাথের সমর্থকরা।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, ‘অর্থ বিতরণের ঘটনা গুরুতর আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩