• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫৬:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫৬:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আচরণবিধি ভঙ্গের দায়ে টুকুকে শোকজ

২০ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭:৪২

আচরণবিধি ভঙ্গের দায়ে টুকুকে শোকজ

পাবনা প্রতিনিধি: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনের নৌকা প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

২০ ডিসেম্বর বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান (যুগ্ম জেলা ও দায়রা জজ) ইকরামুল কবির। বুধবার সকালে শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেওয়া হয়েছে।

শোকজ করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শামসুল হক টুকুকে বাসভবনে ১৪ ডিসেম্বর বাদ মাগরিব স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন। মিটিংয়ে নৌকা মার্কায় ভোট চান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকগণদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮-এর ১২ বিধির লঙ্ঘন।

চিঠিতে অভিযোগ বিষয়ে তার (শামসুল হক টুকু) কোনো বক্তব্য থাকলে সরাসরি কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী ২ কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্য বলা হয়েছে। অন্যথায় তার ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।

এর আগে, ১৮ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকা মার্কায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ