• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে কার্তিক ১৪৩১ সকাল ০৬:০৫:৫৬ (10-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৬শে কার্তিক ১৪৩১ সকাল ০৬:০৫:৫৬ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

সারদায় পুলিশের অর্ধশতাধিক এসআইকে শোকজ

রাজশাহী প্রতিনিধি: শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অর্ধশতাধিক ক্যাডেট এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।২৪ অক্টোবর বৃহস্পতিবার ও ২১ অক্টোবর সোমবার তাঁদের কাছে নোটিশ দেওয়া হয়। ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচের প্রশিক্ষণরত।শৃঙ্খলা ভঙ্গের কারণে সম্প্রতি ওই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে অন্তত ৫৯ জন এসআইকে শোকজ করা হয়েছে।এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হননি পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা।