• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধ্যনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১

১৫ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩৬:৪৭

মধ্যনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলার মধ্যনগর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাগর (২০) নামের একজন গুরুতর জখম হয়েছেন।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলার খালিশাকান্দা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, খালিশাকান্দা গ্রামের পূর্ব পাশে ফুটবলে লাথি দেওয়াকে কেন্দ্র করে ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ওই গ্রামের আজিজ মিয়ার ভাইয়েরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও রামদা দিয়ে সাগরকে কুপিয়ে বাঁ পায়ে ও মাথায় গুরুতর জখম করে।

আহত সাগরের বাবা আলেফর মিয়া জানান, পূর্ব শুত্রুতার জের ধরে সামান্য বিষয়কে কেন্দ্র করেই ওরা আমার ছেলেকে রামদা দিয়ে কুপিয়েছে। ওরা গ্রামের প্রভাবশালী হওয়ায় ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আমার ছেলে মৃত্যুশয্যায় রয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত খালিশাকান্দা গ্রামের আজিজ তালুকদার বলেন, আমি তাকে রামদা দিয়ে কুপাইনি। আমাদের লোকজনের হাতে রামদা ছিলই না। তারা আমাদেরকে মারার জন্য রামদা নিয়ে এসেছিল। আমাদের একজনকেও তারা আহত করেছে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ঘটনাটি শোনার সাথে সাথেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ