• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৯:৫৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৯:৫৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় দক্ষতা উন্নয়ন-কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার

১২ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৬:৫১

পাবনায় দক্ষতা উন্নয়ন-কর্মসংস্থান সংক্রান্ত সেমিনার

পাবনা প্রতিনিধি: দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পরা জনগোষ্ঠির সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১১ ডিসেম্বর সোমবার সকালে সুজানগর উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

জেলা ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক আবু সাঈদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা কর্মসংস্তান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখলাখ উজ জামান।

সেমিনারে জানানো হয়, এবার ১০ মাসে পাবনা জেলা হতে ১৮ হাজার মানুষ বিদেশে কর্ম করতে গিয়েছে। সংখ্যায় এটা সবচেয়ে বেশী। বিদেশে যেতে হলে বৈধভাবে এবং প্রশিক্ষণ নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। সরকার অভিবাসন নিয়ে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সরকার অভিাবাসী এবং তাদেও পরিবারকে সার্বিক সহযোগিতা করছে।

এতে অংশগ্রহণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মকছেদুল আলম, উপজেলা ভুমি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, শহীদ দুলাল বালকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনসুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মতীন মৃধা প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০