• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৯:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৩৯:২৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চুয়াডাঙ্গায় যাত্রী সেজে পাখিভ্যান ছিনিয়ে নিলো প্রতারকচক্র

৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৪:১৮

চুয়াডাঙ্গায় যাত্রী সেজে পাখিভ্যান ছিনিয়ে নিলো প্রতারকচক্র

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়ীয়া গুচ্ছ গ্রামের দরিদ্র সাজিদুলের একমাত্র সম্বল পাখি ভ্যান কৌশলে ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে দরিদ্র সাজিদুল।  ঘটনাটি ঘটেছে ৫ ডিসেম্বর  মঙ্গলবার দুপুর ১টার সময়।

ঘটনার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গুচ্ছ গ্রামের দরিদ্র সাজিদুলের ছেলে শিপন (১৬) তার বাবার পাখিভ্যান নিয়ে ভালাইপুর বাজারে যায়। সেখান থেকে এক প্রতারক চক্রের সদস্য চুয়াডাঙ্গা থেকে লোকাল বিস্কুট আনার কথা বলে তাকে নিয়ে যায়। অল্প বয়সের শিপন একটু বেশি ভাড়া পাবার আশায় কোন কিছু না বুঝেই তাকে নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্য রওনা দেয়। হাতিকাটার মোড় থেকে কৌশলে প্রতারক চক্রের আরেক সদস্য তার ভ্যানে উঠে বসে এবং তারা দুজন একই জায়গার বলে পরিচয় দেয়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের পাশে নিয়ে এসে একজন ভ্যান চালক শিপনকে কৌশলে দড়ি কেনার কথা বলে ভ্যান রাস্তার পাশে রেখে তাকে নিয়ে যায়।

শিপনকে মেইন রোডের সিঙ্গার শো-রুমের সামনে দাঁড় করিয়ে রেখে আসছি বলে লোকটি কৌশলে গা ঢাকা দেয়। শিপন কিছুক্ষণ পর তার ভ্যানের দিকে এগিয়ে গিয়ে দেখে ভ্যান নেই, যে লোকটি ভ্যানে ছিল, সেও নেই। তার ভ্যানটি প্রতারকচক্র হাতিয়ে নিয়ে গেছে বুঝতে পেরে কান্নায় লুটিয়ে পড়ে শিপন।

পরবর্তীতে সিসি ফুটেজ বের করে প্রতারক চক্রদের দেখতে পেলেও এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।

শিপনের বাবা সাজিদুল জানান, গরিবের সংসার, ভ্যানটি ভাড়ায় নিয়ে আমি সংসার চালাই। অবসর সময়ে আমার ছেলেটিও মাঝে মাঝে একটু চালায়। তবে এমন ঘটনা ঘটবে এটা কোনভাবেই বুঝতে পারিনি। ভ্যান হারিয়ে একেবারে পথে বসে গেছি দরিদ্র। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০