• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৪:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪৪:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নৌকা পেলে সর্বোচ্চ ভোটে জিতবো: নিক্সন চৌধুরী

১১ নভেম্বর ২০২৩ সকাল ১১:২৭:৩৭

নৌকা পেলে সর্বোচ্চ ভোটে জিতবো: নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, গত ২ বার আমি নৌকা চাই নাই, এবার নৌকা চাইবো, আপনাদের ভালবাসা যদি থাকে তাহলে বিশ্বাস করি নেত্রী আমাকেই নৌকা দেবেন। আর নৌকা পেলে আশা করি দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েই জিতবো।

১০ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরচান্দ্রা খেয়াঘাট-নয়াকান্দা (অর্জুনপট্টি) আড়িয়ালা খাঁ শাখা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, এই গ্রামের এই রাস্তা কাঁচা ছিল, আমি এসে ইটের রাস্তা করেছি। আরও খুশির খবর হলো, আপনাদের এই রাস্তা পাকা হয়ে যাবে। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। এর পর এই ব্রিজের কাজ শেষ হলে আপনাদের আর কেউ চরের মানুষ বলতে পারবে না। মাত্র ২ মিনিটেই আপনারা মূল সড়কে চলে আসতে পারবেন।

তিনি বলেন, আপনারা এই রাস্তা চাওয়ার পরে কাজী জাফরউল্ল্যাহ বলেছিলেন, এই রাস্তা দিয়ে মানুষ চলে না, গরু-ছাগল চলে, গরু-ছাগলের জন্য রাস্তা করা লাগবে নাকি। সেই কাজী সাহেব এখন আবার এসে আপনাদের কাছে ভোট চায়, সুযোগ চায় কোন মুখে।

নিক্সন চৌধুরী এসময় উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, কোনো ডাকাতকে ভয় পাবেন না। ব্রিজ হয়ে গেলে আমার বাড়ি যেতে আপনাদের সময় লাগবে ২ মিনিট। আপনাদের সকল নিরাপত্তার দায়িত্ব আমার। এই এলাকায় মসজিদ আছে, মন্দির আছে। এই সবের দায়িত্বও আমার। এইটা আমার এলাকা। এখানে কোনো ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাসীর স্থান হবে না।

নিক্সন চৌধুরী শুক্রবার সন্ধ্যায় চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা (অর্জুনপট্টি) গ্রামে আড়িয়াল খা শাখা নদীর উপর ৬১ কোটি ৪৯ লক্ষ ২৭ হাজার, ৪৪৭ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিতব্য ৩১৫ মিটার দৈর্ঘ্য সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

আলোচনা সভায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়েনের চেয়ারম্যান, জেলা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ