• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৪:৪৮ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১৪:৪৮ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

১১ নভেম্বর ২০২৩ সকাল ০৯:১১:৪৯

রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

রংপুর ব্যুরো: স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের জন্য দৃষ্টি রেখেছেন। রংপুরকে কেন্দ্র অনেক উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

১০ নভেম্বর শুক্রবার বিকেলে অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট জেনারেল এন্ড ক্যান্সার হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ক্যান্সার হাসপাতালের জন্য। সামনে রংপুরে একটা মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে।  

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন নব্দীগঞ্জ এলাকায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যানসার হাসপাতাল উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী বলেন, ক্যানসার কোন মরণ ব্যধি নয়। শুরুতেই যদি এর চিকিৎসা করা যায়, নিয়ম-কানুন মেনে চলা যায় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই রোগ এখন আর ঘাতক ব্যাধি নয়, এটি শুধু মনের আতঙ্ক। দেশ-বিদেশে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে এই রোগের চিকিৎসাসেবো দেওয়া হচ্ছে। এই রোগ থেকে অনেকেই সুস্থ হয়ে ফিরে এসছেন।

তিনি বলেন, নিজস্ব তহবিল দিয়ে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট জেনারেল ও ক্যানসার হাসপাতাল আমার প্রয়াত ছেলের নামে করেছি। এই এলাকার মা-বোনেরা অল্প সময়ে স্বল্প খরচে দ্রুত চিকিৎসাসেবা পাবে এটাই আমার বড় চাওয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু, টিপু মুন্সি ট্রাস্টের সেক্রেটারী রোমান আলী, বাণিজ্যমন্ত্রীর কন্যা তিষা মুন্সি প্রমুখ।

উল্লেখ্য, অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট জেনারেল ও ক্যানসার হাসপাতালটি ৪০ হাজার স্কোয়ার ফুটের উপর ৫তলা ভবন নির্মাণ করা হয়। যার নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৩০ কোটি টাকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১