• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৬:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৬:৩৫ (20-May-2024)
  • - ৩৩° সে:

শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে: বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: উন্নয়নের স্বার্থেই আবারও মানুষ নৌকায় ভোট দিয়েছে। সকাল থেকে যা দেখছি, আশা করছি সবকিছু সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। ৭ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১১ টায় পীরগাছা জে. এন হাই স্কুল ভোট কেন্দ্র নিজের ভোটার অধিকার প্রয়োগ শেষে এ মন্তব্য করেন তিনি।  সকাল ৮টায় ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। এ ভোটগ্রহণ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত।রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ৬ স্তরের  নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ।  নতুন ভোটারদের কথা উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা জানান, ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে প্রথম ভোট হিসেবে অনেক খুশি হয়েছেন তারা।  এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, রংপুর জেলায় মোট ভোটারের সংখ্য ২৪ লক্ষ ৩২ হাজার ৫০৫ জন। ৬টি আসনে নৌকার প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৬ জন।