• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৪:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪৪:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন

১০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০১:২৩

রংপুরে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: দেশের চিকিৎসা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে বৃহত্তর রংপুর অঞ্চলসহ পীরগাছা-কাউনিয়ার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে ৫০ সজ্জার ক্যান্সার  হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার হাসপাতালটির উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী।

রংপুরে বেসরকারি পর্যায়ে ১৫ কোটি টাকা ব্যয়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের নগরীর নব্দিগঞ্জ এলাকার ২ একর জমিতে এটি প্রতিষ্ঠিত করা হয় । এটির নামকরণ করা হয়েছে অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। বাস্তবায়ন করছে রোটারি ক্লাব অফ উত্তরা ও অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ হাসপাতালে ব্রেস্ট ও জরায়ু ক্যানসার আক্রান্ত নারী ও শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হবে। বহির্বিভাগে, শিশু, মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। সুলভ ও স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এই হাসপাতালে একটি ফান্ড তৈরি করা হবে। ওই ফান্ডের টাকা দিয়ে সুবিধা বঞ্চিতদের চিকিৎসা সেবা দেওয়া হবে। এর পাশাপাশি সেখানে নার্সিং ইনস্টিটিউিট ও বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

টিপু মুনশি বলেন, হাসপাতালের অবকাঠামো নির্মাণ হবে ৪০ হাজার স্কোয়ার ফুটের উপর। ৬ তলা ভবনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে খুর শীঘ্রই। মন্ত্রী  বলেন, স্ত্রী, ২ কন্যা, ছোট বোনের স্বামীসহ ৭ জন অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট বোর্ডের সদস্য। রোটারি ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসিফ শাহরিয়ার, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী  প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ