• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০৭:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০৭:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১২:৩৪

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস উদ্যোক্তাদের উন্নয়নে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর পক্ষ থেকে বিশেষ কৃষি যন্ত্রপাতি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) স্থানীয় শাখার ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জিসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার আল মামুন হাসান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার সাইদুর রহমান মোল্লা।

এবার মাধবপুর উপজেলাকে মডেল উপজেলার আওতায় এনে এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসা নতুন জানালা’ প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষকের মাঝে স্ট্যান্ড ফ্যান, খড় কাটার মেশিন, সাবমারসিবল, মালচিংসহ উন্নত যন্ত্রপাতি ও তালিকাভুক্ত কৃষকদের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখার উদ্যোগে ইতোপূর্বে এ প্রকল্পের আওতায় ফলদ গাছ, সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) মাধবপুর শাখার ব্যবস্থাপক জানান, দেশব্যাপী এগ্রো সিএসআর প্রকল্প ‘ভরসা নতুন জানালা’ প্রকল্পের আওতায় মাধবপুরেও চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় মাধবপুর প্রেসক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান জয়, অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বন্দী মিয়া উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩