• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৪:৪৫:৩৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: অক্টোবরে পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার ৪ নম্বর বগাচতর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭৩০ কৃষক পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।পরিবার প্রতি বিতরণ করা এসব উপকরণের মধ্যে রয়েছে ধানবীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, কোদাল ১টি, ড্রাম ১টি, ১২ ধরনের সবজি বীজ ও সেচনী ১টি।বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশারের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার এডমিন অ্যাসিসটেন্ট ঝিনু ত্রিপুরা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র কৃষকদের উন্নয়নে সরকারের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এগিয়ে এসেছে। তাদের থেকে পাওয়া এসকল কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার লংগদু উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অ্যাসিসটেন্ট লাথুইন মারমা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম মনির ও রওশন আরা বিপাশা, ইউপি সদস্য আব্দুল করিম হাওলাদার,  দেলোয়ার হোসেন, নারী ইউপি সদস্য আকলিমা বেগম প্রমুখ।