• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:২৯:০৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:২৯:০৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: 'বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণকালে কৃষি কাজের নানান দিক নিয়েও কথা বলেন কৃষিবীদ ও অথিথিরা ।৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার ব্রজগোপাল টাউন হলে ব্যাংক এশিয়ার অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। এ সময় ২২৫ কৃষকের মাঝে ২৩ লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়।সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের উপজেলা পরিবেশক মাজহারুল ইসলাম কবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া ভোলা ব্রাঞ্চের ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের বিভাগীয় রিজওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক শাহরিয়ার ও কৃষি উপসহকারী কর্মকর্তা ছানাউল্লাহ আজম।চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বাড়ির আঙিনা থেকে শুরু করে যেকোন খালি জায়গার যথোপযুক্ত ব্যবহার করতে হবে। ‘কারও এক ইঞ্চি জমি যেন খালি পড়ে না থাকে।কৃষকের উন্নয়নে ব্যাংক এশিয়া এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড যে ভূমিকা রেখেছে তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অতীতের ন্যায় আগামী দিনেও তাদের এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন কৃষি কর্মকর্তা।