• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০২:৩৪ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০২:৩৪ (15-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মধুপুরে ২ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৬:২৩

মধুপুরে ২ সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুপুর ( টাঙ্গাইল)  প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে আলোকদিয়া ইউনিয়নে সারের ন্যায্য মূল্য, সার বিপনন মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৫ নভেম্বর রোববার বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর বাজারে বিসিআইসি ডিলার টুটুল ট্রের্ডাসকে সারের  মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন । দক্ষিণ লাউফুলা বাজারে মা-বাবার দোয়া এন্টাপ্রাইজের  মালিক শাহীন আলমকে সার বিক্রির লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। এছাড়াও লাউফুলা দক্ষিণ বাজারে মেয়াদউর্ত্তীণ খাদ্য রাখার অপারধে ১ দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মনিটরিংকালে মধুপুর নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল  জানান, সারের অবৈধ মজুদ, বাজার মূল ঠিক রাখা, সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা সার ক্রয় করতে পারে সেজন্য অবৈধ মজুদ বন্ধ, বাজার মূল্য সাটানোসহ সারের বাজার মনিটরিং করা হয়। এ সময় গাংগাইর বাজারে টুটুল ট্রের্ডাসকে ২ হাজার ও লাউফুলা দক্ষিণ বাজারে মা-বাবার দোয়া এন্টারপ্রাইজকে  ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীতে এ মনিটরিং কার্যকর অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ক্ষেতলালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১৪ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:২৫