• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৫:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৫:২৪ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, আটক ৫

৩১ অক্টোবর ২০২৩ দুপুর ০১:০৬:৩০

মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আহতের খবর পাওয়া যায়নি।

৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শহরের সেওতা এলাকা থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল নিয়ে মহাসড়কের দিকে এগিয়ে আসতে চাইলে তাদের থামানো হয়। পরে পুলিশকে লক্ষ করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিল থেকে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুসহ মোট ৫ জনকে আটক করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শটগানের গুলি ছোড়ে। এতে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন এবং আওয়ামী পুলিশ বাহিনী পাঁচ জনকে গ্রেফতার করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা গণতান্ত্রিক অধিকার। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আসছে। গুলি করে নেতা-কর্মীদের আহত করেছে। বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে দলের নেতা-কর্মীদের  গ্রেফতার করা হচ্ছে ও তাঁদের পরিবারকে হয়রানি করা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, অবরোধ সমর্থনকারীরা যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংসতা চালাতে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের বাধা দিলে পুলিশের ওপর আক্রমণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ