• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:০৬:৫৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:০৬:৫৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হরিরামপুরে এক গৃহবধূর আত্মহত্যা

২১ অক্টোবর ২০২৩ দুপুর ১২:২৭:১৫

হরিরামপুরে এক গৃহবধূর আত্মহত্যা

মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে জেরিন সুলতানা(১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের দাদরখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেরিন দাদরখি গ্রামের তমছের খাঁর মেয়ে।

২১ অক্টোবর শনিবার সকালে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, জেরিন সুলতানা বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। তবে তার মামা-মামি ও ছোট বোন ঘরে টেলিভিশন দেখছিলেন। দীর্ঘ সময় বড় বোনকে দেখতে না পেয়ে তার ছোট বোন বারান্দার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে।

তিনি আরও জানান, তার বাবা এসে জানালা ভেঙে জেরিনকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে লোকজন নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে ফাঁস কেটে জেরিনকে নিচে নামান। জেরিন বিবাহিত। এক মাস আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩