• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:০৩:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ

১৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:১৬:২৫

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে রাঙ্গামাটির লংগদুতে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বাইট্টাপাড়া বাজার হতে বিক্ষোভ মিছিল বের করে লংগদু শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাবেশে মিলিত হয়।

লংগদু উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মতিনের সঞ্চালনায় উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফের সুপার মাওলানা ফোরকান আহমদ।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফেরদৌস আলম, মাও. আমিনুর রশিদ, মাও. নাছির উদ্দীন, মাও. জুবাইদুল হাছান, মাও.আব্দুল মান্নান, মাও. ইমাইল হোসেন, মাও. জুলফিকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের উপরে যে হারে ইসরায়েলি বাহিনী হামলা করছে, এভাবে চলতে থাকলে আমরাও বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সহযোগীতা করে ইসরায়েলকে পরাজিত করবো। নিরীহ মুসলিমদের পক্ষে আমাদের আন্দোলন আগামীতে আরও বেগবান করা হবে।

এসময় বিভিন্ন ইসলামিক শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মুসলিম প্রিয় জনতা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ