• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৩:১৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৩:১৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

খেলা

সাকিব আবারও এক নম্বর অলরাউন্ডার

৫ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৫৩

সাকিব আবারও এক নম্বর অলরাউন্ডার

নিজস্ব প্রতিবেদক: শীর্ষস্থান থেকে নেমে যাওয়ার এক সপ্তাহ পর আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছেন সাকিব আল হাসান। ৫ জুন বুধবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই থেকে একে উঠে এসেছে সাকিবের নাম, শীর্ষে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমে গেছেন দুইয়ে। যার অর্থ, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব।

বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব।

২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব। মাত্র এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে আছে ২১২ রেটিং পয়েন্ট। এ ছাড়া ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত টানা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের মাঝে একবার দুইয়ে নেমে গিয়েছিলেন, সিরিজের মাঝেই শীর্ষস্থান ফিরেও পেয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি
১৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৮:০১



মাজার ভাঙার প্রতিবাদে হরিরামপুরে মানববন্ধন
১৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৮:১৩