জাতীয় দলে ফিরছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজে সাকিব আল হাসানকে আবারও বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২৪ জানুয়ারি শনিবার এক জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি— এই তিনটি বিষয় বিবেচনায় রাখা হবে। যেখানে খেলা অনুষ্ঠিত হবে, সেখানে তার উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা থাকলে বোর্ড বা নির্বাচক প্যানেল পরবর্তী সময় তাকে জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।তিনি আরও জানান, সাকিব আল হাসান যদি অন্যান্য আন্তর্জাতিক বা বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে চান, সে ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করবে।এদিকে সাকিব আল হাসানকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে চলমান মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বোর্ড।বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে উঠে এলো, এ বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, আমাদের সভার একটি এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনস বিভাগের অধীনে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২৭ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করা, যেখানে গ্রেড ‘এ’, ‘বি’ ও ‘সি’ অন্তর্ভুক্ত ছিল। আলোচনার এক পর্যায়ে বোর্ডের একজন পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং এ বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে।তিনি আরও বলেন, বিসিবি সভাপতিকে জানানো হয়েছে যেন এ বিষয়টি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। সাকিবের ব্যক্তিগত আইনি বিষয়গুলো তার নিজস্ব, সেগুলো সরকার কীভাবে দেখবে তা সরকারের এখতিয়ার। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে চাই।