• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:০৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

ঢাকা টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৬:২২

ঢাকা টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিজাদুতে অল্প রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে বোলিংয়ে এসে সেই ঘূর্ণিতে কিউই শিবিরে তাণ্ডব চালিয়েছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা। এতে প্রথম দিন শেষে চালকের আসনে আছে টাইগাররা।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এ ছাড়া তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে ৩১ রান।

এরপর নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার পর শুরুতে দেখেশুনে খেললেও দলীয় ৪৬ রানের মধ্যেই ৫ উইকেট হারায়। শেষে নিউজিল্যান্ড ৫৫ রানে ব্যাট করার সময় আলোর স্বল্পতায় প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। দিনশেষে বাংলাদেশ ১১৭ রানে এগিয়ে আছে।

এর আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ঘুরে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম আর শাহাদাত হোসেন দিপু। লাঞ্চের পর মুশফিক অদ্ভুতভাবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হলে ফের নামে ধস। তাতে ২০০ রানের আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চা-বিরতির পর ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেটে ৮০ রানের পর দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে আরও ৬৯ রান যোগ করে বাংলাদেশ। শেষ সেশনে ২৩ রান যোগ করে থামে টাইগারদের ইনিংস। চা-বিরতির পর ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে নেমে বেশিদূর এগুনো যায়নি। তাইজুল ইসলামকে এলবিডব্লিউতে ফেরান গ্লেন ফিলিপস। টিম সাউদির বলে কিপারের হাতে ক্যাচ দেন শরিফুল ইসলাম।

এদিন সবচেয়ে আলোচিত ঘটনা মুশফিকের আউট। ৪১তম ওভারে কাইল জেমিসনের বলে ডিফেন্স করে পরে হাত দিয়ে আটকে দেন তিনি। বিস্ময়কর এই ভুলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে ফিরতে হয় তাকে। শাহাদাতের সঙ্গে ৫৭ রানের জুটি ভাঙার পর উল্টো স্রোতে হাঁটে বাংলাদেশের ইনিংস। উইকেটে থিতু হতে থাকা আরেক ব্যাটার শাহাদাত ১০২ বল খেলে ৩১ রানে গ্লেন ফিলিপসের বলে কট বিহাইন্ড হয়ে বিদায় নেন।

কিপার নুরুল হাসান সোহান ১৬ বলে ৭ করে আউট হন। মেহেদী হাসান মিরাজ স্লিপে ক্যাচ দিয়ে আউট হন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রংপুর মেডিকেলে ১৫ দিনে ৩৩৭ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:৪৬






এনায়েতপুরে যুবলীগের সুপেয় পানি বিতরণ
২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৪:১৩