• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০৫:১৮ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০৫:১৮ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

বরিশাল সিটি নির্বাচন: খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমা দিয়েছে নেতাকর্মীরা

১৪ মে ২০২৩ বিকাল ০৩:৩৯:২৩

বরিশাল সিটি নির্বাচন: খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমা দিয়েছে নেতাকর্মীরা

ফিরোজ মোস্তফা, বরিশাল ব্যুরো: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা।

১৪ মে রোববার বেলা ১২ টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির, অ্যাডভোকেট লস্কর নূরুল হকসহ দলের একাধিক নেতা।

মনোনয়নপত্র জমাদান শেষে অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা আমাদের আচারণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারণবিধি মেনে কাজ করব।

রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ন কবির বলেন, আজ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।

তিনি বলেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। যাচাই-বাছাই ১৮ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। পরদিন প্রতীক বরাদ্ধ হবে ২৬ মে। ভোট গ্রহণ হবে ১২ জুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩