• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩২ রাত ০২:৪৪:২৯ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩২ রাত ০২:৪৪:২৯ (14-May-2025)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

এপিএ চুক্তি বাস্তবায়নে সোনালী ব্যাংক আবারও প্রথম

২৬ জুন ২০২৩ সকাল ১০:০৯:০৭

এপিএ চুক্তি বাস্তবায়নে সোনালী ব্যাংক আবারও প্রথম

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে সোনালী ব্যাংক ‘অতি উত্তম’ ক্যাটাগরিতে ৯৬ দশমিক ৬৬ নম্বর পেয়েছে।

২৫ জুন রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের এপিএ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে সোনালী ব্যাংক পিএলসির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এপিএ চুক্তিতে সাক্ষর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

২০২০-২১ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
১৩ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:২৭