• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৪:০২ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ সকাল ০৯:১৪:০২ (09-May-2025)
  • - ৩৩° সে:

ব্যাংক ও বীমা

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

৩০ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৭:২৭

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। ২৯ নভেম্বর বুধবার বিকেলে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

এসময় তিনি বলেন, বীমা খাতে দক্ষ জনবল তৈরিতে স্বল্প মেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি একাডেমি আগ্রহীদের অ্যাসোসিয়েটশিপ সনদ প্রদান করা হয়। এই অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বীমা শিল্পের উন্নয়নে প্রভূত ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন (এ্যাকচুয়ারি) প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অ. দা.) এস.এম ইব্রাহিম হোসাইন (এসিআইআই)।

সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেশের সেরা বীমাবিধসহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির লাইফ ও জেনারেল এমডি ও ডিএমডিগণসহ একাডেমির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি একাডেমি আগ্রহীদের হাতে অ্যাসোসিয়েটশিপ সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি প্রতিষ্ঠা করেন। জাতির পিতার হাতে গড়া প্রতিষ্ঠানটি ৫০তম বছরের পদার্পণ করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অবশেষে সাবেক মেয়র আইভী গ্রেফতার
৯ মে ২০২৫ সকাল ০৮:২২:২৪