• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫২:৪৭ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫২:৪৭ (16-May-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির ব্যাঙ্কাসুরেন্স বিষয়ক প্রশিক্ষণের সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির তিন দিনব্যাপী ব্যাঙ্কাসুরেন্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ব্রাক ব্যাংকের আয়োজনে একাডেমি নিজস্ব ভবনে প্রশিক্ষণার্থীদের এ সনদ প্রদান করা হয়।তিন দিনব্যাপী ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, ব্র্যাক ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন এবং মেটলাইফ বাংলাদেশের সিইও মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালক (অ: দা:) জাহিদ হোসেন।কোর্সের সমন্বয়ক ছিলেন একাডেমির অনুষদ সদস্য এস. এম. ইব্রাহিম হোসাইন, এসিআইআই।প্রধান অথিতি তার বক্তব্য বলেন, ব্যাংকইসুরেন্সের প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ইনসুরেন্সে কোম্পানি ও ব্যাংকের মধ্যে একটু সেতুবন্ধন তৈরি হবে।প্রশিক্ষণের প্রতিপাদ্য বিষয় ছিলো- দেশের মানুষের ইনসুরেন্সের নিয়ে যে নেতিবাচক ধারনা আছে, তা ব্যাংকের ম্যাধ্যমে ইতিবাচকভাবে মানুষের মাঝে ফুটিয়ে তুলবে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসি হতে দুটি ব্যাচে মোট ১৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।উল্লেখ্য, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচেষ্টায় বীমা পণ্য বিপণন ব্যবস্থা বহুমুখী করণের লক্ষ্যে এবং গ্রাহকগণের দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সেবা নিশ্চিত করতে ব্যাংকাসুরেন্স বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়।