• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫০:২১ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫০:২১ (02-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা-লোকসংস্কৃতি উৎসব শুরু

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৬:০৬

পঞ্চগড়ে ৩ দিনব্যাপী জাতীয় পিঠা-লোকসংস্কৃতি উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় পিঠা ও লোকসংস্কৃতি উৎসব শুরু হয়েছে।

৩১ জানুয়ারি বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় পিঠা ও লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দীন।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ, পঞ্চগড় শিল্পকলার সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় ঘুরে ঘুরে পিঠার স্টল পরিদর্শন করেন।

পঞ্চগড় শিল্পকলার সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান বলেন, বাঙ্গালী ঐতিহ্যকে ধারণ করে পঞ্চগড় শিল্পকলা একাডেমি এই পিঠা উৎসবের আয়োজন করেছে। কেননা পিঠা বাঙ্গালীর একটি সুস্বাদু খাবারের নাম। শীতকালে গ্রামে গ্রামে পিঠা উৎসব হয়ে থাকে। আমরা গতবারেও এ উৎসবের আয়োজন করেছি, এবারেও করলাম। বাঙ্গালীর এই ঐতিহ্যকে ধারণ করে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। এছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পকলার হলরুমে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি দর্শনার্থীরা পিঠা ও লোকসংস্কৃতি উৎসব প্রাণভরে উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ৩ দিনব্যাপী জাতীয় পিঠা ও লোকসংস্কৃতি উৎসব ৩১ জানুয়ারি বুধবার শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা পিঠা খেতে ও লোকসংস্কৃতি উৎসব উপভোগ করতে পারবেন। মেলায় নকশী পিঠা, ভাপা, পাটিসাপটাসহ নানা জাতের তৈরী পিঠা নিয়ে ৬টি স্টলে বিভিন্ন জায়গা থেকে আগত উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ