• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৪৪:৫৬ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৭:৪৪:৫৬ (17-May-2024)
  • - ৩৩° সে:

সোহরাওয়ার্দী কলেজে বসন্ত বরণ-পিঠা উৎসব

‌সোহরাওয়ার্দী ক‌লেজ, প্রতিনিধি: পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বসন্তকে বরণ করতে নানা রক‌মের আয়োজন করা হয়েছে। এই সময় কলেজ ক্যাম্পাসে নানা ধরনের পিঠা ‌নি‌য়ে স্টল ব‌সে। শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও আমন্ত্রিত অতিথিরা এর থেকে নানান পিঠার টেস্ট নেন। ৯ মার্চ শনিবার সকাল ১০টায় বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। সকাল থেকেই শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাসের প্রাঙ্গণ।সোহরাওয়ার্দী কলেজ পিঠা উৎসব তিনটি বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে তিন বিভাগ বাংলা, হিসাব বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান আলাদা আলাদা ভাবে স্টল বসায়। তা‌দের শ্লোগান ছি‌লো হিসাব বিজ্ঞান স্টল বন্ধু মহল পিঠা ঘর, রাষ্ট্র বিজ্ঞান পিঠা বিলাস, বাংলা উদরে পিঠা পূতি। এছাড়াও আরো বিভিন্ন রকমের পিঠা উপস্থাপন করেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থী‌দের অভিবাবকদের পিঠা কিনে খেতে দেখা যায়।অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ও সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক।শিক্ষার্থীদের উদ্দেশ্য সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল বলেন, বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করার জন্য যাতে কোন ধরনের উশৃঙ্খলা সৃষ্টি না হয়। তোমরা আমাদের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ভাইয়েরা আছো তোমরা আমাদের সিসি টিভি ফুটেজ ও আমাদের নিয়ন্ত্রণ মধ্যে আছো।বাংলা বিভাগের শিক্ষার্থী অদিতি শামসী বলেন, বসন্ত এলে মনে হয় নতুন করে আবার জীবন শুরু করলাম। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ দিনটি যখন আসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা-ঘোরাফেরা সবমিলিয়ে দিনটি অনেক মজায় কাটে।