• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২৭:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২৭:৩৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ঢাকা কলেজ: সিট ইস্যুতে শিক্ষার্থীদের ৭ দফা দাবি

২৭ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৬:৩০

ঢাকা কলেজ: সিট ইস্যুতে শিক্ষার্থীদের ৭ দফা দাবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সিট সংকট নিরসনের দাবিতে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন। এতে তারা ছাত্রত্ব শেষ ও অ্যাকাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট বাতিল করে চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের দাবি জানান।

২৭ এপ্রিল রোববার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এবং হল কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আনোয়ার মাহমুদ। এসময় ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রকিব।

এতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ঢাকা কলেজের চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ করা কলেজ প্রশাসনের এখতিয়ারভুক্ত। বর্তমানে বেশিরভাগ সিট দখল করে আছেন এমন শিক্ষার্থীরা, যাদের অ্যাকাডেমিক মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা যারা অ্যাকাডেমিক গ্যাপে রয়েছেন। ফলে নতুন শিক্ষার্থীরা সিটের অভাবে ক্যাম্পাসে এসে নিয়মিত ক্লাস করতে পারছেন না।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন:

১. অ্যাকাডেমিক গ্যাপে থাকা শিক্ষার্থীদের সিট দ্রুত বাতিল করে চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে বরাদ্দ দিতে হবে।

২. গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের অবিলম্বে হল ছেড়ে দিতে হবে।

৩. হল প্রশাসনের অধীনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা প্রণয়ন করে সিট বরাদ্দ করতে হবে।

৪. বহু আগেই সেশন শেষ হলেও যারা সিট দখল করে আছেন, তাদের সিট বাতিল করতে হবে।

৫. রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিট দখল করে রাখা শিক্ষার্থীদের সিট বাতিল করতে হবে।

৬. অবৈধভাবে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বাতিল করতে হবে।

৭. সিট সংকটে পড়া চলমান শিক্ষার্থীরা যাতে যথাযথ সুযোগ পায়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক বছর পার হলেও অনেক শিক্ষার্থী এখনো সিট না পেয়ে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন।

এই স্মারকলিপিতে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানান, যে তারা যেন দ্রুত এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯