• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৭:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৮:৪৭:২৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জবিতে হিট ওয়েব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২ মে ২০২৪ বিকাল ০৩:৫০:৩১

জবিতে হিট ওয়েব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে বর্তমান চলমান তাপদাহ বা হিট ওয়েব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘হিট ওয়েব ইন বাংলাদেশ: ইন্টিগ্রেটিং পিপল অ্যান্ড প্লেস ইন অ্যাডাপ্টিং টু রাইজিং টেম্পরেচার’ বিষয়ক শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

২ মে বৃহস্পতিবার সিএসই বিভাগের কনফারেন্স রুমে সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, প্রাকৃতিক পরিবর্তন ও মানুষের সৃষ্ট বিভিন্ন কৃত্রিম কারণেই আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যার ফলে তীব্র তাপদাহে জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। মানসিকভাবে বিষন্ন হয়ে পড়ার কারণে সবাই পারিবারিক ও কর্মজীবনে পিছিয়ে পড়ছি।

তিনি আরও বলেন, সমস্যা নিরূপণে আমাদের গবেষণা বৃদ্ধি করতে হবে। আমাদেরকে সামাজিক বনায়ন করতে হবে। তবে বিদেশি আর বাণিজ্যিক গাছ লাগালেই হবে না। প্রচুর সংখ্যক দেশি গাছ লাগাতে হবে, তাহলেই আমরা তাপদাহ থেকে মুক্তি পেতে পারি।

সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. আব্দুল মালেকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতিমা আক্তার। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের উপ-পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং সেমিনারটি সঞ্চালনা করেন ড. রিফাত মাহমুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:২৮

টুঙ্গিপাড়াসহ শেখ পরিবারের জমি জব্দের আদেশ
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:১০