হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক র্যালি
ক্যাম্পাস প্রতিনিধি: ‘অতিরিক্ত গরমে সতর্ক থাকুন, সঠিক জীবনযাত্রা মেনে চলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র্যালি।১৬ এপ্রিল বুধবার গাজীপুর জেলার রাজেন্দ্রপুর উপজেলার শালনা গ্রামে র্যালিটি হয়।এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। স্থানীয় জনসাধারণের মাঝে তারা হিট স্ট্রোক এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে সুরক্ষা পেতে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। র্যালিতে উপস্থিত শিক্ষকগণ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে বিভিন্ন বিষয় তুলে ধরে তা মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানান। তারা বলেন, প্রচুর পানি পান করা, সূর্যের তীব্রতা বেশি থাকাকালীন ঘরের বাইরে না যাওয়া, ঢিলেঢালা ও হালকা রঙের কাপড় পরা এবং শিশু, বয়স্ক ও অসুস্থদের বিশেষ যত্ন নিতে হবে।এ ছাড়াও তারা হিট স্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও এলাকাবাসীকে অবহিত করেন।