• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৩ (06-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩১:৫৩ (06-May-2024)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা

১৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২১:২৭

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক: বেসরকারি ব্যবস্থাপনায় হজের ২টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং দ্বিতীয়টির খরচ নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। 

গত বছরের তুলনায় এবছর হজের সাধারণ প্যাকেজের খরচ কমলো ৮৩ হাজার ২০০ টাকা।

১৪ নভেম্বর মঙ্গলবার ঢাকায় বিজয়নগরের একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৪ সালের  বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। 

ঘোষণা করেন হাবের সভাপতি এম‌ শাহাদাত হোসেন তসলিম। এর আগে ২ নভেম্বর সরকারিভাবে ২০২৪ সালের হজের ২ টি প্যাকেজ ঘোষণা করা হয়। একটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং অন্যটির ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

আগামী ১৫ নভেম্বর বুধবার থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নিবন্ধনের টাকা জমা নেয়া শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। চাঁদ ওঠা সাপেক্ষে আগামী বছর সম্ভাব্য ১৬ জুন হজ্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে যেতে পারবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ