সিলেট ব্যুরো: বাংলাদেশ থেকে আগত এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল (পিএইচএফ) বলেছেন প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।
মহান মুক্তিযুদ্ধেও প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা বিদেশের মাটিতে জনমত সৃষ্টিসহ মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছেন। আজও তারা বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের সাথে সর্বাঙ্গীণভাবে সম্পৃক্ত।
প্রবাসীরা বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন উল্লেখ করে তিনি আরও বলেন প্রবাসী এবং অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক রিজার্ভকে মজবুত এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি তাদের যে কোন সমস্যায় সবাইকে পাশে দাঁড়াতে হবে।
তিনি ২৯ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কানাইঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা কয়েছ আহমদের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান’র সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available