• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:৪৪:৪৯ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ১২:৪৪:৪৯ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি হলে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ

১৯ জুলাই ২০২৩ সকাল ১১:৩৩:৩৬

বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি হলে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ

বিনোদন ডেস্ক: ঈদ-উল-আজহা উপলক্ষে ২৯ জুন বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুড়ঙ্গ সিনেমা। বাংলাদেশের পর এবারের ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে চলেছে সুড়ঙ্গ। খবরটি পুরোনো হলেও আশ্চর্য এবং বিশ্বয়কর সত্যি হলো বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে মিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেশি।

১৪ জুলাই শুক্রবার রাতে ভারতের সিনেমা পরিবেশক ও প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) জানায়, চলতি মাসের ২১ তারিখে মুক্তি পাবে সুড়ঙ্গ। পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ২৯ জুন বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুড়ঙ্গ। দর্শকদের কাছ থেকে ছবিটির অভাবনীয় ও ইতিবাচক সাড়া পাবার পরও সিনেমাটির হলসংখ্যা পরবর্তীতে আর বাড়ানো হয়নি। সে হিসাবে বাংলাদেশের চেয়েও ছবিটি বেশি হল পেয়েছে পশ্চিমবঙ্গে।

এদিকে, পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে গত ১৬ জুলাই সুড়ঙ্গ সিনেমার ট্রেইলার প্রকাশ করেছে এসভিএফ। যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেইলার প্রকাশের পর সুড়ঙ্গ সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেছে বলে লক্ষ করা গেছে।

শুক্রবার রাতে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই সুড়ঙ্গ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে।

রোববার সুড়ঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফী জানান, সাফটা চুক্তির আওতায় নয়; বরং শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস তাদের নিজেদের আগ্রহেই সুরঙ্গ পশ্চিমবঙ্গে মুক্তি দিচ্ছে। রাফীর মতে, দেশি সিনেমার জন্য এটি অনেক বড় একটি অর্জন।

রায়হান রাফি আরও জানান, পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারের জন্য কেন্দ্রীয় চরিত্রের আফরান নিশো এবং তমা মির্জাসহ তারা কলকাতায় যাবেন। এজন্য ভিসা আবেদন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

পশ্চিমবঙ্গে সুড়ঙ্গের সাফল্য প্রত্যাশা করে তমা মির্জা বলেন, আমাদের ধারণা, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি সমানভাবে হিট হবে। আমরা সেরকম আভাসই পাচ্ছি।

আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া।  ছবিটি প্রযোজনা করেছে আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬