• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৪:১০ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৪:১০ (01-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঠদানের যুগে প্রবেশ করতে যাচ্ছে সুবিপ্রবি

২৭ এপ্রিল ২০২৪ রাত ০৯:১৯:০৪

গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঠদানের যুগে প্রবেশ করতে যাচ্ছে সুবিপ্রবি

সিলেট প্রতিনিধি: সারা দেশের ন্যায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পাঠদানের যুগে প্রবেশ করতে যাচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)। ২৭ এপ্রিল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রথম ধাপে ক ইউনিট ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আর্কিটেক্ট  প্রকৌশলি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চার বিষয়ে ১৬০ জন শিক্ষার্থী ভর্তি হবে প্রতিষ্ঠানটিতে। সুবিপ্রবিতে সুযোগ পেতে শনিবার দুই ধাপে ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা।

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটও ভর্তি পরীক্ষার একটি ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।

জানা যায়, গণিত, রসায়ন, পদার্থ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ আসন পেতে ভর্তি যুদ্ধে লড়ছেন শিক্ষার্থীরা। চার বিষয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে হাওরাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সুবিপ্রবি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ায় খুশি হাওরপাড়ের মানুষজন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, এই দিনটি সুনামগঞ্জবাসীর স্বপ্নের দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয় অবশেষে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরাও আছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে শনিবার সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সংগঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১