• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:০৬:১৫ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:০৬:১৫ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কোটা বাতিলের দাবিতে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

৬ জুলাই ২০২৪ দুপুর ০১:৫৬:৫৪

কোটা বাতিলের দাবিতে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এর আগে ৬ জুলাই বেলা সাড়ে ১০টার দিকে কোটা প্রথা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু মহাসড়কে নগর জলফৈ এলাকায় অবস্থান নেয়।

সেখানে তারা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। তাঁরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয় মহাসড়কে। প্রায় যেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরির সুযোগ পাবে শিক্ষার্থী। কোটা প্রথা থাকলে সেখানে মেধাবীরা পিছিয়ে পড়বে। সে কারণে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা।

বিক্ষোভের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে চলে যান।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‌শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১