• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে অগ্রহায়ণ ১৪৩০ ভোর ০৪:৪৯:১০ (05-Dec-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে অগ্রহায়ণ ১৪৩০ ভোর ০৪:৪৯:১০ (05-Dec-2023)
  • - ৩৩° সে:

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নবম দফায় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্যে অবরোধের পাশাপাশি রয়েছে মানববন্ধনও।৪ ডিসেম্বর সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আগামী ৬ ডিসেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৮ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডাক দিয়েছে বিএনপি।একই সঙ্গে ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।বিএনপিসহ সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন বলে জানান তিনি।