• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:২৫:৪৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৮:২৫:৪৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

১৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১৯:২৫

বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট

মালদ্বীপ প্রতিনিধি: এবার মালদ্বীপে বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। টুর্নামেন্টে দশটি দলে বিভক্ত হয়ে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরা।

প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপের পার্শ্ববর্তী হুলহামলে পেজ টুর খোলা মাঠে বাংলাদেশ হাইকমিশন আয়োজন করে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলা শুরুর আগেই মাঠে আসতে শুরু করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

১৫ ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।

বিজয় দিবসের এই ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এবং গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান (সিআইপি) আলহাজ্ব মো. সোহেল রানা।

টুর্নামেন্টের ফাইনালে প্রবাসীদের তিলাফুশী আইল্যান্ড ক্রিকেট টিমকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম। এর আগে হাইকমিশনার প্রবাসী তরুণদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠেন। প্রবাসী তরুণ ক্রিকেটাররা হাইকমিশনারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন দেশ স্বাধীন হয়েছিলো বলেই আজ আমরা সবুজ পাসপোর্ট বহন করতে পারছি। তিনি বলেন, আমারা ভিন্ন ভিন্ন আয়োজন নিয়ে দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেয়ার চেষ্টা করি।

ফাইনালে অনবদ্য পারফরমেন্সের সুবাদে ম‌্যান অব দ‌্যা সিরিজের পুরস্কার পান তিলাফুশী ক্রিকেট টিমের সাইদুল ইসলাম ও সর্বোচ্চ রানের পুরস্কার পান ফারুক ইসলাম এবং সর্বোচ্চ উইকেটের পুরস্কার পান হাইকমিশন ক্রিকেট টিমের মো. জসিম।

টুর্নামেন্টে স্পন্সর হিসাবে ছিলো গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানিসহ প্রবাসীদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ