স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)-এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৬ জুলাই শনিবার সকালে সন্তোষস্থ মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী, সিনিয়র ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব শরিফুল ইসলাম বিপ্লব, ভাসানী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available