• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:২৮:১৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বর্ণিল আয়োজনে বেরোবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবি প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, প্রতিষ্ঠার পর প্রথম ১৫ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তবে বর্তমান সময়ে প্রতিষ্ঠানটি নতুন করে পুনর্জাগরণের পথে রয়েছে। এখন প্রয়োজন বিশ্ববিদ্যালয়টিকে উন্নতমানের জ্ঞানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসন, অ্যালামনাই এসোসিয়েশন এবং সামাজিক সহায়তার প্ল্যাটফর্মগুলোর যৌথ উদ্যোগ।১২ অক্টোবর রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।শিক্ষাবান্ধব মানসিকতার শিক্ষক-শিক্ষার্থীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অবকাঠামোগত ঘাটতি পূরণের পাশাপাশি প্রকৃতিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে নব উদ্যমে এগিয়ে নেওয়ার যাত্রায় সংযুক্ত থাকার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, সঠিক দিক নির্দেশনা পেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ তথা দেশের মধ্যে উন্নত জ্ঞানের প্রতিষ্ঠান হিসেবে আগামীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শক্তি তার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষণার মানের মধ্যে নিহিত। তাই এখন সময় এসেছে গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অপরিহার্য।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রশাসনের বলিষ্ঠ নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, সুজন রংপুর মহানগর এর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন, একাউন্টিং এন্ড ইনফরশেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলভীর, সাবেক শিক্ষার্থী অনিন্দ কুমার রায় ও আবু সাঈদ আল সাগর, প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা অতিরিক্ত রেজিস্ট্রার মো. ময়নুল আজাদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এমএলএসএস মো. আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।