শ্রীপুরে এশিয়ান টেলিভিশনের ১৩ বছর পূর্তি ও ১৪ বছরে পদার্পণ উদযাপন
গাজীপুরের ( শ্রীপুর) প্রতিনিধি : গৌরব ও সাফল্যের ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশন। এই মাহেন্দ্রক্ষণ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।১৮ জানুয়ারি রোববার রাতে শ্রীপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি রমজান আলী রুবেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি আব্দুস সালাম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন: দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি, আব্দুল লতিফ, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি, রাতুল মন্ডল, আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি, আদনান মামুন, দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক আরিফ মন্ডল,এশিয়ান টেলিভিশন সিনিয়র শ্রীপুর প্রতিনিধি,কবির সরকার, এশিয়ান টেলিভিশনের গাজীপুর উত্তর প্রতিনিধি, সুমন গাজী। অনুষ্ঠানে শ্রীপুর প্রেসক্লাব ১৯৯০-এর সদস্যরাও অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন গত ১৩ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রেখে চ্যানেলটি দেশের উন্নয়নে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।