• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:৩৩:০২ (03-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:৩৩:০২ (03-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

২৪ জুলাই ২০২৩ বিকাল ০৪:৪৫:০০

ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলায় হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ফলে নিয়মিত ওয়ার্ডের শয্যার বাইরেও ফ্লোর এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১জুলাই শুক্রবার  আব্দুর রাজ্জাক(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জেলায় ডেঙ্গেুতে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু। গত ১ সপ্তাহে আক্রান্ত হয়েছেন মোট ৪৭ জন, যা জেলার পূর্বের রেকর্ড অতিক্রম করেছে।

তবে আতঙ্কের বিষয় হচ্ছে চিকিৎসাকালীন সময়ে বেশিরভাগ রোগীই সঠিকভাবে চিকিৎসা নির্দেশনা মানছেন না। হাসপাতালে দেখা গেছে অনেকেই গরমের অজুহাতে মশারি না টাঙিয়ে আক্রান্ত অবস্থায় শুয়ে আছেন। এটি ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। তবে পরিচর্যার দায়িত্বে থাকা নার্সরা প্রতিনিয়তই এসব বিষয়ে তদারকি করছেন।

চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানান, অনেকেই ৩/৪ দিন ধরে ভর্তি হওয়ার পরও নিয়মিত ঔষধ পাচ্ছেন না। শুধু প্যারাসিটামল পেলেও ডাক্তার তেমন ভিজিটে আসছেন না।

এদিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মু. মনিরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় ভোলায়ও ডেঙ্গু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছি এবং সবাইকে সামাজিকভাবে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরায় বিওয়াইডি’র শাখা উদ্বোধন
২ আগস্ট ২০২৫ রাত ১১:৩৯:১০






বরিশালের কোচ হলেন আশরাফুল
২ আগস্ট ২০২৫ রাত ০৮:১৮:৩১



ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ২০৯
২ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:১১